এবার রেকর্ড পরিমাণ কোচ মেরামত হয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়

কোরবানির ঈদে ঘরমুখো মানুষের চাপ মোকাবিলা করতে রেকর্ড সংখ্যক কোচ মেরামত করা হয়েছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়। মেরামত হওয়া এসব কোচ ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে রেলওয়ের পাকশী ও লালমনিরহাট ট্রাফিক বিভাগে।
এবারের ঈদকে ঘিরে ৮৮টি কোচ মেরামত করা হয়েছে। এর মধ্যে ৭২টি ব্রডগেজ ও ১৬টি মিটার গেজ কোচ ছিল। প্রয়োজনের তুলনায় মাত্র ২৩ শতাংশ জনবল নিয়ে এই সফলতা দেখিয়েছি কারখানাটি।
কারখানা সূত্র জানায়, সৈয়দপুর রেলওয়ে কারখানায় ২ হাজার ৮৫৯ জনবলের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৭২৮ জন। যা প্রয়োজনের মাত্র ২৩ শতাংশ। এই ২৩ শতাংশ শ্রমিক নিয়ে উৎপাদন কার্যক্রম চলছে। যাত্রীবাহী কোচ, মালবাহী ওয়াগন মেরামত ছাড়াও এখানে তৈরি হচ্ছে ১২ হাজার ধরনের রেলওয়ের যন্ত্রাংশ।
জিওএইচ শপের সিনিয়র সহকারী প্রকৌশলী আরিফুর রহমান জানান, অন্য সময়ের চেয়ে ঈদের সময়ে টার্গেট বেশি থাকে। সে কারণে কঠোর পরিশ্রম করেন এখানকার শ্রমিকরা। ওভারটাইম দিয়ে এই টার্গেট পূরণ করে নেওয়া হয়। যাত্রীদের সেবার কথা ভেবে শ্রমিকরা কাজ করেও আনন্দ পান।
সৈয়দপুর রেলওয়ে কারখানায় পুরোনো ট্রেনকে নতুন করার কাজ চলে আসছে ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশ সরকার ১৮৭০ সালে সৈয়দপুর রেলওয়ে কারখানাটি স্থাপন করে। সেই সময় সৈয়দপুর কারখানায় কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকের সংখ্যা ছিল প্রায় ১০ হাজারের মতো।
বিভি/এনএ
মন্তব্য করুন: