দিনে দ্বিগুণ বেড়েছে প্রবাসী আয়

ঈদের আগে সু-বাতাস প্রবাসী আয়ে, দিনে দ্বিগুণ বেড়েছে প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত আয়। গত জুনে প্রতিদিন গড়ে ৬ কোটি ডলার প্রবাসী আয় আসলৌ জুলাইয়ের প্রথম সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ১২কোটি ডলারে। স্বজনদের ঈদ উদযাপন, বন্যার্তদের সহায়তা এবং দাতা সংস্থার সহায়তায় অর্থ আসার প্রবাহ বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, গত জুন মাসে দেশে ১৮৩ কোটি ৭২ লাখ ডলার প্রবাসী আয় এসেছে, যা মে’র চেয়ে ৪ কোটি ৮০ লাখ ডলার কম। ২০২০-২১ অর্থবছরে দেশে প্রবাসী আয় এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। এ আয় আগের অর্থবছরের (২০১৯–২০) চেয়ে ৩৬ শতাংশ বেশি ।
বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন ব্যাংক আয় ধরতে ঈদের আগে ডলারের দাম বেশি দেওয়ায় খোলা বাজারের সাথে ডলারের দামের পার্থক্য কমেছে। ফলে বৈধ পথে ডলার আসার পরিমান বেড়ে গেছে। জানা গেছে, কোন কোন ব্যাংক ১০১-১০২ টাকা দিয়েও প্রবাসী আয় এনেছে। তথ্য অনুযায়ী, এর আগে প্রবাসী আয় আনতে ব্যাংকগুলো ৯৫ টাকা দিতো, যেখানে হুন্ডিতে পাওয়া যেত ১০০ টাকার উপর।
বিভি/এসআই
মন্তব্য করুন: