• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কোনোরকমে ট্রেনের ছাদে উঠতে পেরেও খুশি নারী যাত্রী

প্রকাশিত: ১০:৫৬, ৯ জুলাই ২০২২

আপডেট: ১১:১১, ৯ জুলাই ২০২২

ফন্ট সাইজ
কোনোরকমে ট্রেনের ছাদে উঠতে পেরেও খুশি নারী যাত্রী

ট্রেনের ছাদে উঠতে পেরে খুশি নারী যাত্রীরা!

ঈদযাত্রার শেষ দিনে রেলপথে মানুষের উপচে পড়া ভিড়। রেলের কামরার ভিতরে জায়গা না পেয়ে যাত্রীরা ট্রেনের ছাদে উঠছেন। এমনকি নারী যাত্রীরাও ট্রেনের ছাদে ভ্রমণ করছেন!

শনিবার (৯ জুন) ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে সরেজমিনে দেখা যায়  উত্তরবঙ্গগামী একটি মেইল ট্রেইনে কামরা পরিপূর্ণ। কোনোরকমে ট্রেনের ছাদে ওঠার আপ্রাণ চেষ্টা করছেন কয়েকজন নারী যাত্রী। অবশেষে তারা ছাদে উঠতে পেরেই খুশি!

কাউন্টারের সামনে চলতি দিনের টিকেট প্রত্যাশী অসংখ্য মানুষ ভিড় করে আছেন। টিকেট মাস্টার জানালেন ঘরমুখী মানুষের সুবিধা বিবেচনায় চলতি দিবসের স্ট্যান্ডিং টিকেট দেওয়া হচ্ছে। আসন দেওয়া সম্ভব হচ্ছে না। 

যাত্রীদের সুবিধার্থে কাউন্টারকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি কাউন্টারে চলতি দিনের টিকেট দেওয়া হচ্ছে। আরেকটি কাউন্টার থেকে অগ্রিম টিকেট টিকেট দেওয়া হচ্ছে। 

জয়পুরহাটগামী সোলায়মান হোসেন নামে একজন যাত্রী অভিযোগ করে জানান, কোনো ট্রেন ঠিক সময়ে আসছে না! তিনি জানান সকাল ৭টায় তার ট্রেন আসার কথা ছিল। কিন্তু সকাল ১১টায়ও তার ট্রেন আসেনি।

স্টেশন সূত্র জানায় গতরাতে যে ট্রেন ঢাকায় ফেরার কথা ছিল তা সকাল ১১টায়ও এসে পৌঁছায়নি। রংপুরগামী আরেক যাত্রী বলেন, ‘আমাদের অনেক কষ্ট, অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষ যদি ট্রেন যথাসময়ে ট্রেন ছাড়ার ব্যবস্থা করতো, আমাদের জন্য অনেক ভালো হতো।’

শিডিউল বিপর্যয়ের কারণ হিসেবে বিমানবন্দর স্টেশনে দায়িত্বরত একজন পরিচালক জানান, অতিরিক্ত যাত্রী ট্রেনে ওঠার ফলে ইঞ্জিনে চাপ পড়ছে। যে কারণে শিডিউল বিপর্যয় হতে পারে।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2