ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেন করা শিগগিরই হচ্ছে: সেতুমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার জন্য শিগগিরই কাজ শুরু হবে। মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, ‘ঈদের ছুটিতে সড়কের জন্য দেশের কোথাও কোনো যানজট তৈরি হয়নি। শুধু ব্যবস্থাপনা ত্রুটির কারণে কোথাও সামান্য যানজট হয়েছে।’
তিনি বলেন, ‘এই ব্যবস্থাপনার দায়িত্ব শুধু সড়ক পরিবহনের প্রকৌশল বিভাগেরই দায়িত্ব না, সামগ্রিকভাবে হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসনসহ দায়িত্বশীল সবার। তবে অস্বীকারের উপায় নেই, এই যানজটের পেছনে ব্যবস্থাপনা ত্রুটি ছিল। কারণ, ঈদের ছুটিতে উত্তরবঙ্গের যাতায়াতে শুধু যমুনা সেতুর ওপরেই ৪৩টি দুর্ঘটনা ঘটেছে। ব্যবস্থাপনা ত্রুটি না হলে এতগুলো দুর্ঘটনা কেন ঘটবে?’
কাদের বলেন, ‘আমরা সামনের দিকে তাকাতে চাই। অতীতের ভুলগুলো থেকে আগামীর পথকে আরও মসৃণ করতে চাই।’
তিনি বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের ফলে এবার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ স্বস্তিতে বাড়ি ফিরেছে। তবে এখানে একটা অংশ মিসিং রয়েই গেছে, সেটি হলো কালনা সেতু এবং অষ্টম চীন-বাংলা মৈত্রী বেকুটিয়া সেতু। আমরা আশা করছি আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই দুটি সেতু চালু করতে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অথবা ভার্চুয়ালি সেতু দুটি উদ্বোধন করবেন।’
চট্টগ্রাম সড়কে যানজটের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, চট্টগ্রামে যাতায়াতে সেতুর কোনো সমস্যা না থাকলেও এই পথে দুর্বলতা হচ্ছে সড়কগুলো ৪ লেনের। এতে পরিবহনের চাপ বাড়ার ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। বিষয়টি আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ৪ লেন থেকে ৬ লেনে উন্নীত করার নির্দেশনা দিয়েছেন। অচিরেই এর কাজ শুরু হবে।
বিভি/এনএ
মন্তব্য করুন: