ডিএনসিসির ময়লার গাড়ির চাপায় তরুণের মৃত্যু

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে মিরপুর–১৪–এর পুলিশ স্টাফ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম সাব্বির আহমেদ (২২)। সাব্বির আহমেদ শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর বেশি বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি এখন পর্যন্ত।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) ভাস্কর রায় জানিয়েছেন, মোটরসাইকেলের চালক ইউটার্ন নেওয়ার সময় ময়লার গাড়িটি চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের চালক সাব্বির আহমেদকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় ওই ময়লার গাড়ির চালক আবদুস সালামকে (৫০) আটক ও ময়লার গাড়িটিও জব্দ করা হয়েছে বলে এসআই ভাস্কর জানিয়েছেন।
বিভি/এনএ
মন্তব্য করুন: