• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাদেশের জাতীয় পতাকা বিকৃতির ধৃষ্টতা পাক হাইকমিশনের!

প্রকাশিত: ১৯:২২, ২২ জুলাই ২০২২

আপডেট: ১৯:৫২, ২২ জুলাই ২০২২

ফন্ট সাইজ
বাংলাদেশের জাতীয় পতাকা বিকৃতির ধৃষ্টতা পাক হাইকমিশনের!

পাকিস্তানের ঢাকাস্থ হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে বাংলাদেশের জাতীয় পতাকাকে বিকৃতভাবে উপস্থাপন করে প্রচলিত পতাকা বিধির সুস্পষ্ট লঙ্ঘন করেছে। এমন মন্তব্য করে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার (২২ জুলাই) এই প্রতিবাদ জানানো হয়েছে।

প্রতিবাদলিপীতে শিষ্টাচার লঙ্ঘন করে লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত লাল-সবুজের পতাকাকে অবমাননা করায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। একাত্তরে পরাজিত হওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তান এখনো বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলমান রেখেছে বলেও উল্লেখ করা হয়। 

পোস্টে মনির নামের একজন লিখেছেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমার লাল সবুজের পতাকার সঙ্গে পাকিস্তানি পতাকা সংযুক্ত করে বিকৃতি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

পার্থসারথী নামের একজন লিখেছেন, ‘নিঃসন্দেহে এটা জাতীয় পতাকার অবমাননা।’ সিয়াম হোসেন নামের একজন লিখেছেন, ‘পশ্চিম বাংলাদেশের নতুন পতাকা।’

আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এ ছবিকে সমর্থন জানিয়ে প্রশস্তিমূলক মন্তব্যও করছেন।


 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2