• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ব্ল্যাক মেইল করে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ১১:৩৭, ৪ আগস্ট ২০২২

আপডেট: ১১:৩৮, ৪ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
ব্ল্যাক মেইল করে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

গোপন ছবি দেখিয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষন ও টাকা আদায়ের অভিযোগ উঠেছে রাজবাড়ী সদর উপজেলা। রাজবাড়ী কোর্টের পিপি মো. উজির আলী শেখ বুধবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়েছে। 

মামলায় আসামি সবুজ পাঠান, পিতা: ছবেদ আলী, গ্রাম: বক্তারপুর, ইউনিয়ন দাদশী সদর উপজেলায়। ভূক্তভোগী জানান, কাজের সুত্রে অভিযুক্ত এবং তার স্বামী সৌদি আরবে একই রুমে থাকতেন। আমি আমার স্বামীর সঙ্গে অনেক গোপন ছবি শেয়ার করতাম। অভিযুক্ত সেই ছবি গুলো কৌশলে আমার স্বামীর ফোন থেকে নিয়ে দেশে এসে আমাকে অনৈতিক প্রস্তাব দেয় এবং আমার কাছ থেকে টাকা আদায় করে। 

সবশেষ গত সর্বশেষ গত ২০ জুলাই রাতে সবুজ কৌশলে আমার ঘরে ঢুকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করে। সে সময় আমার ছেলে ঘুম থেকে উঠে এ দৃশ্য দেখে চিৎকার দিলে পাশের রুম থেকে আমার শাশুড়ি দৌড়ে আসেন। অভিযুক্ত সবুজ তখন সেখান থেকে পালিয়ে যান। 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2