বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের ভিসা/ ট্রাভেল পারমিট চালু

চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখরবই বটে। আগামীকাল সোমবার (৮ আগস্ট) থেকে ভিসা ও ট্রাভেল পারমিট চালু করবে ঢাকস্থ চীনা দূতাবাস।
রোববার (৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকা সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে চীনের পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং এ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, সোমবার থেকে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে দূতাবাস।
গতকাল শনিবার (৬ আগস্ট) দু’দিনের সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশে আসেন। হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে তাকে কৃষি মন্ত্রী আ. রাজ্জাক স্বাগত জানান এসময় তার সাথে ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
বিভি/এসআই
মন্তব্য করুন: