• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

১১ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে শিশুদের করোনা টিকা কার্যক্রম শুরু

প্রকাশিত: ১৩:৫৭, ৭ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
১১ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে শিশুদের করোনা টিকা কার্যক্রম শুরু

৫-১১ বছর বয়সী শিশুদের করোনা প্রতিরোধী টিকাদান কার্যক্রম আগামী  ১১ আগস্ট থেকে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর নিপসম অডিটেরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এই কথা বলেন।তিনি বলেন, ১১ আগস্ট থেকে পরীক্ষামূলক এই কার্যক্রম শুরু হবে। পরে ২৬ আগস্ট থেকে পুরো কার্যক্রম শুরু করা হবে। 

মন্ত্রী বলেন, করোনার প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা আর পাওয়া যাবে না। দ্বিতীয় ডোজের যে পরিমান টিকা আছে তা মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই টিকা নিতে হবে। 

করোনা সংক্রমণ রোধে টিকা কার্যক্রমের সফলতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা সফলভাবে টিকা কার্যক্রম সফল করতে পেরেছি, যারা দ্বিতীয় ডোজ নেয়নি তারা বুস্টার ডোজ নিতে পারবে না তাই দ্বিতীয় ডোজ নিতে হবে। 
 
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2