• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এক হাজার এমএমসিএফটি গ্যাস উত্তোলনে কাজ করছে সরকার: জ্বালানি সচিব

প্রকাশিত: ১৭:১৮, ১৪ আগস্ট ২০২২

আপডেট: ১৭:১৯, ১৪ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
এক হাজার এমএমসিএফটি গ্যাস উত্তোলনে কাজ করছে সরকার: জ্বালানি সচিব

আগামী ৫ বছরে এক হাজার এমএমসিএফটি গ্যাস উত্তোলন বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন। রোববার (১৪ আগস্ট) বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা: অস্থির বিশ্ববাজার’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। 

এই লক্ষ্য বাস্তবায়নে ২০২৫ সাল নাগাদ ৪৬টি কূপ কুপ খনন করে ৬১৮ এমএমসিএফটি গ্যাস পাওয়ার আশা ব্যক্ত  করেন তিনি। 
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বেশকিছু বেশকিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া উত্তোলন ও ওয়ার্ক ওভারের মাধ্যমে উত্তোলন বাড়ানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তারপরও এলএনজি নির্ভরতা কিছুটা থাকবে। কতটা নির্ভরশীল হতে হবে তা নির্ভর করবে গ্যাস উত্তোলনের ওপর। 

তিনি বলেন, ২০২৭-২৮ সালের মধ্যে এক হাজার এমএমসিএফটি গ্যাস জাতীয় পর্যায়ে যুক্ত করতে কাজ করছে সরকার। ভোলা থেকেও গ্যাস উত্তোলনে কাজ করা হচ্ছে। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিশেষজ্ঞরা কেউ বলছেন, গ্যাস আছে কেউ বলছেন নেই। সমস্যাটা হলো আমরা তো তাদের কথার ভিত্তিতেই সিদ্ধান্ত নেই। 

নসরুল হামিদ বলেন, সরকার সব সময় চায় গ্যাস উত্তোলন করতে। তাই গভীর সমুদ্রে তিন কোম্পানিকে দিয়ে কাজ করানো হচ্ছে। তারা তাদের লাভ দেখেই কাজ করে, তারা লাভ না থাকলে কাজ করেনা। তখন আমাদের কিছূ করার থাকে না।  

জ্বালানি বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম, ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম। এছাড়া পেট্রোবাংলা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ জ্বালানি বিভাগের কর্মকর্তারা সেমিনারে উপস্থিত ছিলেন। 
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2