• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা 

প্রকাশিত: ১৭:৪৮, ১৪ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
বঙ্গোপসাগরে নিম্নচাপ, সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা 

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রবিবার (১৪ আগস্ট) সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদফতর বলছে, সপ্তাহ জুড়েই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। 

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারনে সমুদ্রবন্দর, নদীবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার বিষয়ে সকর্ত সংকেত দেয়া হয়েছে। দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া বলছে, উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। 
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, সাগরে সৃষ্ট নিম্নচাপের কারনে সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি  হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সাতক্ষীরাসহ দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। 
আবহাওয়া অধিদফতরের সুত্রানুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপ আকারে উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল।

লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2