• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চাকরি হলো চা শ্রমিকের ছেলে সেই ঢাবি ছাত্র রবি দাসের

প্রকাশিত: ১৭:০৫, ২৭ আগস্ট ২০২২

আপডেট: ১৭:২০, ২৭ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
চাকরি হলো চা শ্রমিকের ছেলে সেই ঢাবি ছাত্র রবি দাসের

চা বাগানের শ্রমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোবিচ ছাত্র সন্তোষ রবিদাস অঞ্জনের চাকরি হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে জুনিয়র অফিসার পদে নিয়োগ পেয়েছেন তিনি। আগামীকাল রবিবার (২৮ আগস্ট) থেকে কর্মজীবন শুরু হবে তার। 

ফেসবুকে রবি দাসের জীবনের গল্প ভাইরাল হলে অনেকেই তাকে চাকরি দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানায়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতা অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন:  পুরুষের চেয়ে নারীর শয্যাসঙ্গী বেশি: সমীক্ষা

শনিবার (২৭ আগস্ট) ব্যাংকের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, মৌলভীবাজারের শমশেরনগর কানিহাটি চা-বাগানের শ্রমিক মায়ের ছেলে সন্তোষ। নিয়ম অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সন্তোষের হাতে নিয়োগপত্র দেওয়া হয়। রবিবার থেকে এক মাসের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হবে সন্তোষের। 

আরও পড়ুন:  ১০ টাকা কমতে পারে ডিজেল ও অকটেনের দাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র সন্তোষ। কিছুদিন আগে এমবিএ শেষ করেছেন।

সন্তোষ বলেন, প্রতিবেদন প্রকাশের পর অনেকেই যোগাযোগ করেছে। সব কিছু বিবেচনায় এই চাকরিটি উপযোগী বলে মনে হয়েছে। মা কমলি রবিদাস বলেন, ‘তাইনে (স্বামী) মারা যাওয়ার পর কষ্টের শুরু হইছে। ভাবছিলাম, যে পর্যন্ত মাটিতে না যাইব দুঃখ যাইব না। চাকরি লইয়া যেন বাচ্চা সুখী হইতে পারে।’

আরও পড়ুন: স্ত্রীর উপর রাগ করে একমাস তালগাছে চূড়ায় স্বামী

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2