কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাত

দূর্বৃত্তদের ছুড়িকাঘাতে আহত হয়েছেন দৌলতপুরে আড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন । রোববার (২৮ আগস্ট) রাতে উপজেলার কালিদাসপুরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, কাজ শেষে কালিদাসপুর বাজার থেকে পায়ে হেটে বাড়ি ফেরার সময় মোটরসাইকেল যোগে দুজন দুর্বৃত্ত ছুরি দিয়ে তার পেটে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, হেলাল উদ্দিনের আঘাত খুব গুরুতর না হলেও কিছুটা রক্তক্ষরণ হয়েছে।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবিদ হাসান।
বিভি/এসআই
মন্তব্য করুন: