• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বনানী কবরস্থানে দাফন করা হবে সাজেদা চৌধুরীকে

প্রকাশিত: ১০:২৫, ১২ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
বনানী কবরস্থানে দাফন করা হবে সাজেদা চৌধুরীকে

আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারী, সংসদ উপনেতা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই। গতকাল মধ্যরাতে ৮৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। 

মরহুমার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন কর্তৃক স্বাক্ষরিত এক পত্র থেকে জানা গেছে, সোমবার সকাল ১১ টায় ফরিদপুরের নগরকান্দার এম এন একাডেমির মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল ৩ ঘটিকায় সর্বস্তরের জনসাধারনের শ্রদ্ধা নিবেদনের জন্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।

শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। অতঃপর, বনানী কবরস্থানে দাফন করা হবে।
সাজেদা চৌধুরীর জন্ম ১৯৩৫ সালের ৮ মে, তার বাবার নাম সৈয়দ শাহ হামিদ উল্লাহ এবং মা সৈয়দা আছিয়া খাতুন। তুখোর মেধাবী এই রাজনৈতিক তরুণ বয়সেই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। ১৯৬৯ সালে তিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন সাজেদা চৌধুরী। 

সাজেদা চৌধুরী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। ফরিদপুর-২ (নগরকান্দা) সনে সংসদ সদস্য ছিলেন তিনি।


 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2