• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এডিবির ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা প্রক্রিয়াধীন

প্রকাশিত: ২৩:৫০, ২০ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
এডিবির ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা প্রক্রিয়াধীন

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের জন্য চলতি অর্থবছরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ২০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ তথ্য জানান।

এডিমন গিন্টিং বলেন, বাংলাদেশের গ্রামীণ ও নগর উন্নয়নে সহায়তা দেওয়ার পাশাপাশি জলবায়ু সহনশীল উন্নয়ন বিনিয়োগকে উৎসাহিত করবে এডিবি। তিনি কোভিড মহামারির মধ্যে অর্থনীতির চাকা সচল রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করে বলেন, কোভিড পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ অন্যতম সেরা উদাহরণ স্থাপন করেছে। 

অর্থমন্ত্রী মুস্তফা কামাল  বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং কোভিড পরিস্থিতি মোকাবিলায় দ্রুততার সাথে বাংলাদেশকে সহায়তার জন্য এডিবি'র ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। 

বৈঠকে আগামীবছর বাংলাদেশে এডিবির ৫০ বছর পূর্তি উদযাপনের বিষয়েও আলোচনা হয়। উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগি এডিবি। এ যাবৎ বাংলাদেশ সরকারকে এডিবি ২৭ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা প্রদান করেছে।
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2