‘দেশে রাশিয়ার তেল পরিশোধন সম্ভব নয়’-ইস্টার্ণ রিফাইনারী

ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বলছে, রাশিয়ার তেল বাংলাদেশে পরিশোধন সম্ভব নয়। বাংলাদেশের রিফাইনারিটি শুধু হালকা অপরিশোধিত তেল পরিশোধন করার জন্য ডিজাইন করা হয়েছিল। কিন্তু রাশিয়ার তেল অপেক্ষাকৃত ভারী তাই এই রিফাইনারিতে রাশিয়ান তেল পরিশোধন সম্ভব নয় বলছে রিফাইনারির কারিগরি টিম।
ইআরএল কর্তৃপক্ষ এ সংক্রান্ত ২০ পাতার একটি প্রতিবেদন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)তে জমা দিয়েছে। ইআরএল’র টেকনিক্যাল কমিটির প্রধান ছিলেন ইআরএল’র মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) রায়হান আহমদ, কমিটিতে সদস্য সচিব হিসেবে ছিলেন ব্যবস্থাপক (কোয়ালিটি কন্ট্রোল) সামিউল ইসলাম। কমিটি পাতার প্রতিবেদনের শেষের দিকে তাদের মতামতে জানিয়েছে, দেশে রাশিয়ার তেল পরিশোধন সম্ভব নয়।
তেল পরিশোধনের জন্য পাঁচটি প্লাস্টিক জারে ৫০ লিটার অপরিশোধিত তেল পাঠায়। রাশিয়ার পাঠানো তেলগুলো ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের জন্য নেওয়া হলে সেখানকার কারিগরি টিম পরীক্ষার পর জানায় এই তেল দেশে পরিশোধন করা সম্ভব নয়।
বিভি/এসআই
মন্তব্য করুন: