নতুন প্রতিষ্ঠানে যোগ দিলেন আলোচিত মাহবুব কবীর মিলন

সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন নতুন একটি প্রতিষ্ঠানে যোগদান করেছেন। বিষয়টি তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি জানান, খাবার ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিমার্ট লিমিটেডে উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন।
ফেসবুকে লেখেন, ইউনিমার্ট লিমিটেডের (Unimart, Chef’s Table & Indulge) উপদেষ্টা হিসেবে কাজ শুরু করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন।
গত ২০ সেপ্টেম্বর মিলনের নেতৃত্বাধীন কমিটি ইভ্যালি থেকে পদত্যাগ করে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতুর পাড়ে পুলিশের গাড়ি আটকে ফোন ও টাকা ছিনতাই
বিভি/এসআই
মন্তব্য করুন: