দুই মাস ধরে বেতন হচ্ছে না ৩০০০ কনস্টেবলের, যা বলছে সদর দফতর

সদ্য পুলিশ বাহিনীতে নিয়োগ পাওয়া প্রায় তিন হাজার কনস্টেবলের দুই মাস ধরে বেতন হচ্ছে না। এতে অর্থ কষ্টে দিন যাপন করছেন তারা। বাড়িতে টাকা পাঠানো তো দূরের কথা চাকরি করেও বাড়ি থেকে টাকা এনে চলতে হচ্ছে তাদের। কবে নাগাদ বেতন পাবে কনস্টেবলরা তাও অনিশ্চিত।
পুলিশ সদর দফতর বলছে- সদ্য নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের বেতন ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে দেওয়া হবে। আর এই কার্যক্রমে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে সেটি অনুমোদন করতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে সবারই বেতন হবে এমন আশ্বাস দিয়েছে পুলিশ সদর দফতর।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ২০২১ সালের সেপ্টেম্বরে ২ হাজার ৫৫০ জন পুরুষ ও ৪৫০ জন নারীসহ তিন হাজার সদস্যকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সব কার্যক্রম শেষ করে চলতি বছরের জুলাই ও আগস্টে এই নিয়োগ সম্পন্ন করে পুলিশের বিভিন্ন ইউনিটে নিয়োগপ্রাপ্তদের দায়িত্ব দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত সদ্য নিয়োগ পাওয়া একজন কনস্টেবল জানান, গত আগস্টে কাজে যোগ দেন। তখন একাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য দেন তিনি। কিন্তু এখন পর্যন্ত বেতন পাননি। বাড়ি থেকে টাকা এনে চলছেন। ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে এ বিষয়ে যোগযোগ করলে তারা বেতন শিগগিরই পাওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান এই কনস্টেবল।
এ বিষয়ে পুলিশ সদর দফতরের সহকারী মহা-পরিদর্শক (এআইজি, মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান জানান, নতুন বাজেট ও হিসাবরক্ষণ শ্রেণিবিন্যাসে বিল প্রস্তুতে প্রয়োজনীয় অফিস আইডি এবং ইকোনমিক কোড প্রস্তুতে একটু সময় লাগছে। এ কারণে বেতন দিতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে চলতি মাসেই সমস্যার সমাধান হবে বলে আশা করেন তিনি।
বিভি/এসএইচ/রিসি
মন্তব্য করুন: