• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিদেশে বসে অনলাইনে অপপ্রচার, তৈরি হয়েছে ডাটাবেজ

প্রকাশিত: ০১:০১, ২০ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
বিদেশে বসে অনলাইনে অপপ্রচার, তৈরি হয়েছে ডাটাবেজ

বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বিদেশে বসে অনলাইনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে একদল ব্যস্ত। বাইরে থাকায় তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া যায় না। 

কিন্তু বর্তমানে সরকার তাদের বিরুদ্ধে কঠোর। তাদের অবস্থান নির্ণয় করে তাদের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেওয়া যায়, কীভাবে তাদের চিহ্নিত করা যায় সেগুলো গভীর ভাবে দেখা হচ্ছে। 

তিনি বলেন, টাকা পাচারের বিষয়টিও গুরুত্বসহকারে দেখছে সরকার। এরই মধ্যে ৭০০টির বেশি মানি এক্সচেঞ্জের লোকজন ধরা পড়েছে। তদন্তসাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষেত্রবিশেষে তাদের লাইসেন্স বাতিল করা হবে।’

মন্ত্রী আরও বলেন, তদন্ত করে দেখা হচ্ছে টাকা কিভাবে কোথায় পাচার হচ্ছে। রেকর্ড পরীক্ষা করে দেখা হচ্ছে। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

অপরাধীদের ডাটাবেজ তৈরি হয়েছে। যাতে সেগুলো দেখে ঘৃণ্য অপরাধীদের ওপর যাতে সবসময় গোয়েন্দ নজরদারি রাখা যায় সেই ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলাদা আলাদাভাবে কাজ করে। বাহিনীগুলোর তদন্ত কাজ-ডাটাবেজ একটি ছাতার নিচে আনার কোনো পরিকল্পনা আছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিশ্চয়ই, কাজ যাতে সমন্বিতভাবে হয়। অনেক সময় আছে সমন্বয়টা সময়মতো হয় না। আদান-প্রদান হয় না। যাতে আরও সমন্বিতভাবে কাজ করা যায়, সেই ব্যাপারে দায়িত্বে যারা আছেন তাদের পরমর্শ দেওয়া হয়েছে।’
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2