• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিদ্যুৎ বিভ্রাটে ল্যান্ডফোনের আউটগোয়িং কল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৫, ২২ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
বিদ্যুৎ বিভ্রাটে ল্যান্ডফোনের আউটগোয়িং কল বন্ধ

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানির (বিটিসিএল) ল্যান্ডফোনের আউটগোয়িং কল শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সংস্থাটি সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও সেবাটি সচল করতে পারেনি। ফলে বিটিসিএলের ল্যান্ডফোন থেকে অন্য অপারেটরের ফোনে বিশেষ করে রবি ও গ্রামীণ নম্বরে কল যাচ্ছে না। এতে দিনভর ভোগান্তি পোহান গ্রাহকরা।

বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন বলেন, ‘বিদ্যুৎ সমস্যার কারণে বিটিসিএল এক্সেস গেটওয়ের রেক্টিফায়ারে ত্রুটি দেখা দিয়েছে। তাই শনিবার সকাল থেকে বিটিসিএল-এর ফোনে আউট গোয়িং কল করা যাচ্ছে না।’

তিনি জানান, রেক্টিফায়ার পরিবর্তনের কাজ চলছে। আশা করা যায় রাতের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2