ঘূর্ণিঝড় সিত্রাং
৭ হাজার আশ্রয়কেন্দ্র প্রস্তুত, যত মানুষ আশ্রয় নিতে পারবে

ফাইল ছবি
সিত্রাং ভয়ংকর ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটা বাংলাদেশের উপকূলের দিকে ক্রমেই এগিয়ে আসছে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে ৭নং সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এরই মধ্যে উপকূলের বিভিন্ন জেলাগুলোতে ৭ হাজার আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
সোমবার (২৪ অক্টোবর) সচিবালয়ে নিজের দফতরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। পরবর্তী অবস্থা দেখে আরও সিদ্ধান্ত নেওয়া বলে জানিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় আশ্রয়প্রার্থীদের জন্য সাত হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ২৫ লাখ মানুষকে আশ্রয় দেওয়া যাবে। ইতোমধ্যে উপকূলের মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে।
তিনি জানান, ঘূর্ণিঝড় সিত্রাং মোট ১৩টি জেলায় আঘাত হানবে। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে আঘাত হানবে এটি। ইতোমধ্যে এসব এলাকায় মানবিক সহায়তা পৌছানো হয়েছে। প্রতি জেলায় পৌছে গেছে ৫ লাখ টাকা ও খাদ্য সহায়তা।
সিত্রাংয়ের বর্তমান গতিবেগ ৮০ থেকে ১০০ কিলোমিটার বলে জানা গেছে। পুরোটাই বাংলাদেশে আঘাত হানবে। গতিপথ বলছে বিপদ সংকেত বাড়বে।
বিভি/এজেড
মন্তব্য করুন: