ঘূর্ণিঝড় ‘সিত্রাং’: প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি যোগাযোগ করবেন যেভাবে

ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের উপকূলীয় লঞ্চলে আঘাত করতে পারে বলে পূর্বাভাস পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে থেকে তথ্য জানছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি কর্মকর্তাদের সার্বক্ষণিক প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৪ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
আরও পড়ুন: যখন আঘাত হানবে সিত্রাং!
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এরইমধ্যে ‘দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ মনিটরিং সেল’ নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনিটরিং সেল খোলা হয়েছে।
ইহসানুল করিম বলেন, মাঠপর্যায় থেকেও তথ্য নিচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর ও দফতরকে সার্বক্ষণিক বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দিচ্ছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ মনিটরিং সেলের’ হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। নম্বরগুলো হলো- ০১৭৬৯-০১০৯৮৬, ০২-৫৫০২৯৫৫০ ও ০২-৫৮১৫৩০২২।
ফ্যাক্স নম্বর ০২-৯১০২৪৬৯, ২-৯১০২৪৬৯।
বিভি/টিটি
মন্তব্য করুন: