• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সিত্রাং এখন লঘুচাপ, কমেছে বিপদসংকেত

প্রকাশিত: ০৭:২৪, ২৫ অক্টোবর ২০২২

আপডেট: ০৭:২৫, ২৫ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
সিত্রাং এখন লঘুচাপ, কমেছে বিপদসংকেত

প্রতীকী ছবি

উপকূলে বৃষ্টি ঝরিয়ে শক্তি হারিয়ে লঘুচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। এটি সোমবার সন্ধ্যায় ভোলার কাছে বরিশাল–চট্টগ্রাম উপকূলে আঘাত হানে। মধ্যরাতে ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম করে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই ঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ গতকাল রাত সাড়ে ৯টায় ঘণ্টায় ৭৪ কিলোমিটার ছিল কক্সবাজার ও চট্টগ্রামে। সিত্রাংয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর তথ্য মিলেছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে আবহাওয়া অফিস জানিয়েছে, সিত্রাং শক্তি হারিয়ে এখন লঘুচাপে পরিণত হয়েছে। তাই উপকূলসহ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর হুঁশিয়ারী সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে তারা।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মু. আবুল কালাম মল্লিক বলেন, ‘ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করেছে। এখন এটি স্থল নিম্নচাপ হিসাবে অবস্থান করছে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট হয়ে ভারতের আসামের দিকে যাচ্ছে। এখন এর অবস্থান ময়মনসিংহের কাছাকাছি।’ 

স্থল নিম্নচাপটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। এর প্রভাবে মঙ্গলবারও বৃষ্টি থাকবে বলে জানান তিনি।

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2