২০২৩ সালে সরকারি ছুটি কতদিন, জানালেন সচিব

ফাইল ছবি
আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের সরকারি ছুটি কতদিন তা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানিয়েছেন, ২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন। সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রীসভার বৈঠক শেষে ব্রিফিং নিয়ে এ কথা বলেন।
এ সময় খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মন্ত্রিসভার বৈঠকে ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়েছে। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ৮ দিন পড়েছে শুক্র এবং শনিবার।
২০২২ সালেও সরকারি ছুটি ২২ দিন ছিল। যার মধ্যে ৬ দিন ছিল শুক্র ও শনিবার।
বিভি/এজেড
মন্তব্য করুন: