• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অধিবেশন চলাকালে জাতীয় সংসদ অভিমুখে সোহেল তাজের পদযাত্রা

প্রকাশিত: ১৬:৩৪, ৩১ অক্টোবর ২০২২

আপডেট: ১৬:৪১, ৩১ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
অধিবেশন চলাকালে জাতীয় সংসদ অভিমুখে সোহেল তাজের পদযাত্রা

চলমান জাতীয় সংসদের ২০তম অধিবেশনে দ্বিতীয় দিনের অধিবেশন বসবে আজ সোমবার (৩১ অক্টোবর)। অধিবেশন সামনে রেখে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

ঐতিহাসিক ৩ নভেম্বর জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালনসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করছেন তিনি।

এর আগে ২০তম অধিবেশন শুরু হয়েছে রবিবার (৩০ অক্টোবর)। তবে প্রথমদিনের অধিবেশনে রেওয়াজ মেনে সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার  ড. শিরীন শারমিন চৌধুরী।

উল্লেখ্য যে, ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে বন্দী অবস্থায় জাতীয় চার নেতা তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। সেদিনের সেই নির্মমতা শিকার বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ছেলে সোহেল তাজ।

আরও পড়ুন: 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2