• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যুক্তরাষ্ট্রের সব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি: র‌্যাব ডিজি

প্রকাশিত: ২০:৩০, ৩১ অক্টোবর ২০২২

আপডেট: ২০:৪২, ৩১ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রের সব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি: র‌্যাব ডিজি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যেসব অভিযোগ করা হয়েছিল আমরা তার তদন্ত করেছি। সব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। ইতোমধ্যে সবগুলো অভিযোগের জবাব দিয়েছে র‌্যাব। সরকার বিষয়টি নিয়ে কাজ করছে।’

তিনি জানান, নিষেধাজ্ঞায় নাম থাকা ৭৬ জনের তালিকা অনুসারে তদন্ত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে র‌্যাব-৯ সদর দপ্তর সিলেটে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি এ কথা জানান। র‌্যাব-৯ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০০৫ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে র‌্যাব-৯।

এ সময় র‌্যাব মহাপরিচালক বলেন, ‘যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞায় র‌্যাবে যেসব সংস্কারের কথা বলা হয়েছে, তার দায়িত্ব সরকারের। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দায়িত্বও সরকারের।’

র‌্যাব মহাপরিচালক বলেন, র‌্যাব তার নীতিতে অবিচল। সংস্থায় কেউ যদি অপরাধ করে সংস্থার নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: সাকিবের চেয়ে মাশরাফির সম্পত্তি শতকোটি টাকা বেশি

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2