পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে ধরিয়ে দিলে বড় পুরস্কার দেবে পুলিশ

আদালত থেকে পালিয়ে যাওয়া দুই জঙ্গি সদস্যকে ধরিয়ে দিলে প্রত্যেকের জন্য ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ।
আরও পড়ুন:
রবিবার (২০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এদিকে, পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে দ্রুত গ্রেফতার করতে রাজধানীজুড়ে রেড এলার্ট জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতর।
আরও পড়ুন:
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, আজ দুপুরে ঢাকার জজ আদালতের সামনে থেকে দুটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে পুলিশের চোখে স্প্রে করে আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। তারা প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
তিনি বলেন, গোয়েন্দা সদস্যরা আসামিদের ধরতে কাজ শুরু করেছে। অলিগলিতে তল্লাশি করা হচ্ছে। ঢাকার সব পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে।
আরও পড়ুন:
বিভি/এসএইচ/রিসি
মন্তব্য করুন: