৯ সচিবের বিদেশ যাত্রায় প্রধানমন্ত্রীর দপ্তরের ‘না’

ব্যয় সংকোচন নীতির কারনে সরকারের ৯ জন জ্যেষ্ঠ সচিব ও সচিব প্রশিক্ষণ নিতে বিদেশ যাত্রায় ‘না’ বলে দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। ডলার বাঁচাতে গত ৯ নভেম্বর সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশভ্রমণ স্থগিতের ঘোষণা করেছে অর্থ বিভাগ।
তথ্যানুযায়ী, ‘বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারকে শক্তিশালীকরণ প্রকল্প’-এর আওতায় গত দুই অর্থবছরে (২০২০-২১ ও ২০২১-২২) রিফ্রেশার কোর্সের বিদেশে প্রশিক্ষণের জন্য ৩০ জন জ্যেষ্ঠ সচিব ও সচিবকে মনোনয়ন দেওয়া হয়। এর মধ্যে ১৭ জন যুক্তরাষ্ট্রে রিফ্রেশার কোর্স সম্পন্ন করেছেন। বাকি ১৩ জন সচিব নানা কারণে ওই প্রশিক্ষণে যেতে পারেননি। এখন ২০২২-২৩ অর্থবছরে তাঁদের বিদেশে প্রশিক্ষণে পাঠানোর চেষ্টা চলছে।
এসব সচিব যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চলতি মাস থেকে জুলাইয়ের মধ্যে প্রশিক্ষণ নেওয়ার কথা। এসব সচিবের মধ্য জুলাই মাসের আগেই দুজন সচিব অবসরে যাচ্ছেন। চারজন সচিব প্রশিক্ষণ নেওয়ার পরই অবসরে যাবেন। বাকি তিনজন অবসরে যাবেন এক থেকে দেড় বছরের মধ্যে। সাত দিনের এই প্রশিক্ষণে প্রতিজন জ্যেষ্ঠ সচিব ও সচিবদের জন্য বরাদ্দ রয়েছে ১৫ লাখ টাকা করে। ৯ জন কর্মকর্তার জন্য মোট ব্যয় হবে এক কোটি ৩৫ লাখ টাকা।
বিভি/এসআই
মন্তব্য করুন: