টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী: বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

দু’দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এর আগে শুক্রবার (৬ জানুয়ারি) সকার ৮টায় দিকে সড়কপথে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন তিনি।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া থেকে সড়কপথে খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাট এলাকায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সেখানে মায়ের নামে কেনা পাট গোডাউন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যরা থাকবেন।তারপর সন্ধ্যা ৬ টায় খুলনায় নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।
বিভি/এসআই
মন্তব্য করুন: