তুরস্কে ১৭ বছরের তরুণীকে জীবিত উদ্ধার করলো বাংলাদেশি উদ্ধারকারীরা

তুরস্কে উদ্ধার কাজ শুরু করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। শুক্রবার এ রিপোর্ট লেখাপর্যন্ত সময়ে সম্মিলিত দলটি ১৭ বছরের একজন তরুণীকে জীবিত উদ্ধার করেছে। এছাড়া তিনজনের মরদেহ উদ্ধার করেছে।
বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টায় বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে। এরপর বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টায় আদানা মিলিটারি এয়ার বেইস-এ পৌঁছায়।
শুক্রবার সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।
এর আগে গত বুধবার রাতে উদ্ধার ও ত্রাণকাজে অংশ নিতে তুরস্কে গেছে বাংলাদেশের একটি 'সম্মিলিত সাহায্যকারী দল'। ৬০ সদস্যের দলটিতে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর ২৪ জন এবং ১০ জন চিকিৎসক রয়েছেন।
উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়ায় গত সোমবারের ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।
বিভি/এইচএস
মন্তব্য করুন: