ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন আজ

আগামী ৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা আজ ঢাকা আসছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বুধবার অনুষ্ঠেয় ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) নিজ দেশের পক্ষে নেতৃত্ব দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকা ও নয়া দিল্লির মধ্যেকার সব দ্বি-পাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
দুই পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান সহযোগিতা পর্যালোচনা করবেন। নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আসন্ন পৃথক সফরের এজেন্ডা নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র সচিব এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
গত বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন সাংবাদিকদের বলেন, এফওসি সংক্রান্ত প্রস্তুতিমূলক কাজ এখন চলছে। তিনি আরও বলেন, সর্বশেষ এফওসি ২০২১ সালের ২৯ জানুয়ারি ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।
২০২২ সালের ১ মে ভারতীয় পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে কোয়াত্রার প্রথম বাংলাদেশ সফর।
বিভি/এইচএস
মন্তব্য করুন: