• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশের মানুষের স্বার্থে আপোষের অবকাশ নেই; গোলাম মোহাম্মদ কাদের

প্রকাশিত: ১৫:৩৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
দেশের মানুষের স্বার্থে আপোষের অবকাশ নেই; গোলাম মোহাম্মদ কাদের

দেশের মানুষের স্বার্থে আপোষের অবকাশ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাঁর জন্মদিন উপলক্ষে বনানীস্থ কার্যালয়ে কেক কেট জন্ম দিন পালনের সময় এই মন্তব্য করেন। 

তিনি বলেন, আমরা দেশের মানুষের মুক্তির জন্য রাজনীতি করছি। আমরা দেশের মানুষকে মুক্তি দিতে চাই। দেশের মানুষ বৈষম্য ও দুঃশাসন থেকে মুক্তি চায়। তিনি বলেন, দীর্ঘকাল দেশের সাধারণ মানুষ বৈষম্যের শিকার হয়েছেন। জমিদার ও রাজারা সাধারণ মানুষকে মানুষ বলেই গণ্য করেনি। এমন বৈষম্য ছিল সাধারণ মানুষকে জুতা পায়ে হাটতে দেয়নি এমনকি গুরুত্বপূর্ণ সড়কেও সাধারণ মানুষকে হাটতে দেয়া হতো না।

বিভিন্ন ভাবে মানুষ নিগৃহিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছেন। পাকিস্তান আমলেও আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম। ভালো করলেও বাঙালীদের চাকরি দেয়া হতো না, প্রমোশন দেয়া হতো না বাঙালীদের। সেনাবাহিনীতে বাঙালীদের প্রমোশন দেয়া হতো না। কেক কাটার আগে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি তাঁর প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী রচিত “BLEEDING RAKHINE ” বইয়ের মোড়ক উন্মোচণ করেন।  

 বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, কোন ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না জাতীয় পার্টি। তিনি বলেন, দেশের মানুষ গোলাম মোহাম্মদ কাদেরকে বিশ্বাস করে। দেশের মানুষ তাকিয়ে আছে তার দিকে। তাই, মানুষের প্রত্যাশা পূরণে আমরা কখনোই পিছপা হবো না। দেশের মানুষের ভালোবাসা অর্জনের জন্যই জাতীয় পার্টির রাজনীতি। 

এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, পার্টি চেয়ারম্যান দলের নেতা-কর্মীদের জন্য শীতল ছাঁয়া। দলের নেতা-কর্মীরা চেয়ারম্যান এর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন। নির্বাচন ঘনিয়ে আসছে এর মধ্যেই জাতীয় পাটি কে আরো শক্তিশালী করতে হবে। গোলাম মোহাম্মদ কাদের এর নেতৃত্বে জাতীয় পার্টি অভিষ্ঠ লক্ষ্যে এগিয়ে যাবে। 

দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, জাতীয় পার্টি হচ্ছে গণমাণুষের আস্থার রাজনৈতিক শক্তি। দেশের মানুষ এখনো পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দেশ পরিচালনার কথা স্মরণে রেখেছে। তারা আবারও জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। গোলাম মোহাম্মদ কাদের এমপি‘র নেতৃত্বে জাতীয় পার্টি পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলবে। 

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সালমা ইসলাম এমপি বলেছেন, দেশের মানুষ গোলাম মোহাম্মদ কাদের এমপি‘র এর দিকে তাকিয়ে আছে। দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। আমরা ঐক্যবদ্ধ আছি। গোলাম মোহাম্মদ কাদের এর নির্দেশনায় দেশের মানুষের কল্যাণে জাতীয় পার্টির রাজনীতি এগিয়ে নেবো। 

সকাল থেকেই জাতীয় পার্টির নেতা-কর্মীরা ফুল, মিষ্টি ও কেক নিয়ে প্রিয় নেতার জন্মদিন উদযাপন করতে চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে জড়ো হন। প্রতিটি অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে আলাদা কেক নিয়ে আসেন নেতারা। আবার প্রিয় নেতার জন্মদিন উপলক্ষে অনেকেই ব্যক্তিগত ভাবেও কেক নিয়ে আসেন জাতীয় পার্টি চেয়ারম্যান এর কার্যালয়ে। আয়োজনে সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, মোস্তফা আল মাহমুদ, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি সহ অনেকেই উপস্থিত ছিলেন। 


 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2