• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নিহত ৫, দগ্ধ ৩০

সীতাকুণ্ডে বিস্ফোরণ: তীব্রতা ছড়িয়েছে এক কিলোমিটার পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০০, ৪ মার্চ ২০২৩

আপডেট: ১৯:১৮, ৪ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
সীতাকুণ্ডে বিস্ফোরণ: তীব্রতা ছড়িয়েছে এক কিলোমিটার পর্যন্ত

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বিভিন্ন গাড়ি ও ঘরববাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক কিলোমিটার দূরে পর্যন্ত তীব্রতা ছড়িয়েছে। এতে লোহার বিভিন্ন অংশ আশপাশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত পাঁচ নিহত ও ৩০ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। বিস্ফোরণ তীব্রতা এতোটাই ছিলো যে কেঁপে উঠে বিভিন্ন বসত-বাড়ি, ভেঙে যায় আশাপাশের বিভিন্ন বাড়ির কাঁচের জানালা। বিস্ফোরণের পরে প্ল্যান্টের ভেতর থেকে আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই বিস্ফোরণ হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা বর্তমানে ঘটনাস্থলে আছেন। 

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বিভিন্ন গাড়িতে আগুন লেগে যায়অক্সিজেন প্ল্যান্টের পাশের বাড়ির বাসিন্দা মো. লোকমান বলেন, ‘বিকেলে ওই অক্সিজেন প্ল্যান্টে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনি। এতে প্ল্যান্টের আশপাশের বাড়ি-ঘরের দরজা-জানলার কাঁচ ভেঙে পড়ছে। ভয়ে স্থানীয়রা বাড়ি-ঘর ছেড়ে দূরে সরে গেছেন।’

অক্সিজেন প্ল্যান্টের পাশের দোকান (ফারিয়া এন্টারপ্রাইজ) মালিক ইদ্রিস ব্যাপারী বলেন, ‘ওই অক্সিজেন প্ল্যান্টে বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশে লোহা-লক্কড় উড়ে এসে পড়েছে। বিস্ফোরণের পর প্ল্যান্টের ভেতর থেকে আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্ফোরণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।’

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2