মধ্য মার্চ থেকে পাইপলাইনে দেশে আসবে ভারতের ডিজেল

ছবি: সংগৃহীত
আগামী ১৮ মার্চ ভারত থেকে পাইপলাইনে ডিজেল আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। ভারত ও কাতার সফর শেষে ঢাকায় ফিরে বৃহস্পতিবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এ কার্যক্রম উদ্বোধন করবেন বলেও জানান তিনি।
ভারত থেকে সরাসরি পরিশোধিত তেল (ডিজেল) ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে আসবে- যোগ করেন তিনি। ড. মোমেন বলেন, ভারত সীমান্তের ১৫০ গজের মধ্যে রেললাইনসহ যেসব নির্মাণ স্থাপনা তৈরিতে দেশটি আপত্তি জানিয়েছিল, তারা সেটা তুলে নিয়েছে। ফলে কাজ গুলো আরো সুচারু হবে।
জি-২০ বৈঠকে ভারতকে সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে অঙ্গীকার বাস্তবায়নের কথা বলা হয়েছে। এছাড়া নিত্য পণ্যের চালান হঠাৎ বন্ধ যেন না করা হয় সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান মোমেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে ভারতে কারো সাথে কোন আলাপ হয়নি। তাকে নিয়ে আলোচনার কিছু না জানিয়ে তিনি বলেন, দেশের বাইরে কেউ সাজা ভোগ করে দেশে ফিরে আসবেন। সালাউদ্দিন আহমেদও আসবেন। অসুবিধা কী? এটা নিয়ে চিন্তারও কোনো কারণ নেই।
বিভি/ এসআই
মন্তব্য করুন: