• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাভারে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৫

প্রকাশিত: ২১:১৫, ১০ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
সাভারে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৫

ছবি: সংগৃহীত

ডিইপিজেডের (ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) ফায়ার সার্ভিসের কর্মকর্তার বরাতে দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার (১০ মার্চ) বিকেলে সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়েছে। আহত নির্মাণ শ্রমিকদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

এতে প্রাথমিকভাবে আহত নির্মাণশ্রমিকদের পরিচয় জানা যায়নি। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ডিইপিজেড-এর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা জানান, শুক্রবার বিকালে আশুলিয়ার গনকবাড়িতে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের একটি ১০ তলা নির্মাণাধীন ভবনের দশম তলার ছাদের বেশ কিছু অংশ ধসে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন। 

নির্মাণাধীন ভবনের দশম তলার মিলনায়তনের অংশটি উঁচু করায় ওই অংশটি ধসে পড়ে বলে জানান পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।  ডিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জহিরুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নির্মাণাধীন ভবনের দশম তলার ছাদের বেশির ভাগ অংশ ধসে পড়ায় অন্তত ১৫ জন আহত হয়েছে। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2