• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পদ্মা সেতু নির্মাণে শুধু বাধা দেয়নি, বদনাম দেয়ারও চেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:০৮, ৫ এপ্রিল ২০২৩

আপডেট: ১২:১১, ৫ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
পদ্মা সেতু নির্মাণে শুধু বাধা দেয়নি, বদনাম দেয়ারও চেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু নির্মাণে শুধু বাধা দেয়া হয়নি, একইসঙ্গে আমাদেরকে একটা বদনাম দেয়ারও চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে পদ্মা সেতু নির্মাণে সরকার দেওয়ার ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তি ৩১৬ কোটি ৯৭ লাখ টাকার চেক হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী একথা বলেন। ১৪০ কিস্তিতে মোট  ৩৬ হাজার কোটি টাকা পরিশোধ করবে সেতু বিভাগ।

প্রধানমন্ত্রী বলেন, কারো না কারো কাছ থেকে সাহায্য না পেলে আমরা কিছু করতে পারবো না, দেশের বিভিন্ন মহলে থাকা এই চিন্তাকে দূর করা গেছে নিজস্ব অর্থায়নের পদ্মা সেতু করে। সেতু নির্মাণের আগে সাধারন মানুষের সাহসই ছিল সেতু নির্মাণের সবচেয়ে বড় প্রেরণা। জনগণের সমর্থনই আমার মূল শক্তি। জনগল পাশে ছিল বলেই এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে

এসময় মঙ্গলবার বঙ্গবাজারে আগুন লেগে পুড়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক ‍উল্লেখ্য করেন প্রধামন্ত্রী বলেন, যতটুকু পারি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো। যখন সবাই মিলে আগুন নেভানোর কাজ করছিল, তখন যারা ফায়ার সার্ভিসের উপর আক্রমণ দুঃখজনক। তাদের চিহ্নিত করা হবে। ভবিষ্যতে ফায়ার সার্ভিস বা জনকল্যাণে  ব্যবহৃত কোনো যানবাহনের ক্ষতিসাধন করলে কঠোর শাস্তির বিধানের ব্যবস্থা করা হবে। 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2