চট্টগ্রামে পাহাড় ধসে আট জনের মৃত্যু; উদ্ধার কাজ চলছে

ছবি: সংগৃহিত
চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পাহাড় ধসে তিন জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন চাপা পড়ার আশঙ্কা রয়েছে। উদ্ধারকাজ চলছে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর জানান, পাহাড় কেটে রাস্তা করার সময় শ্রমিকদের ওপর পাহাড় ধসে পড়ে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। হতাহতের বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের স্টেশন অফিসার এনামুল হক জানান, একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও কয়েকজন শ্রমিক নিখোঁজ আছেন। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
বিভি/ এসআই
মন্তব্য করুন: