• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সংসদে হঠাৎ অসুস্থ তোফায়েল আহমেদ (ভিডিও)

প্রকাশিত: ২০:০৮, ৭ এপ্রিল ২০২৩

আপডেট: ২০:২০, ৭ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
সংসদে হঠাৎ অসুস্থ তোফায়েল আহমেদ (ভিডিও)

ছবি: ফাইল ফটো

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ৫০ বছরপূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন তিনি।

তোফায়েল আহমেদকে আলোচনার জন্য ১২ মিনিট সময় বেঁধে দেয়া হলেও বক্তব্যের দুই মিনিটের মাথায় তিনি বলেন, ‘মাননীয় স্পিকার আমার শরীরটা ভালো না। আমাকে এখনই বাসায় যেতে হবে।’ এ কথা বলেই তিনি নিজ আসনে বসে পড়েন। এরপরই দলের আরেক উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ১২ মিনিটের সময় দিয়ে ফ্লোর দেন স্পিকার।

ওই সময় তোফায়েল আহমেদকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ কয়েকজন এমপি ধরাধরি করে অধিবেশনের বাইরে নিয়ে যান। সেখান থেকে তাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয়।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2