র্যাবকে নিয়ে ডয়েচে ভেলেকে সাক্ষাৎকার দেওয়া নাফিজ গ্রেফতার

ডয়েচ ভেলের সম্প্রতিক প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়া আলোচিত যুবক নাফিজ মোহাম্মদ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
নাফিজ মোহাম্মদ আলম নামে একজন যুবককে গত রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০১৭ সালে উত্তরায় তার বিরুদ্ধে মামলাটি হয়েছিল। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এতদিন তিনি পলাতক ছিলেন। গতকাল (রবিবার, ৯ এপ্রিল) সন্ধ্যায় গ্রেফতার করা ওই যুবককে। আজ সোমবার (১০ এপ্রিল) আদালতে উপস্থাপন করা হবে।
ডিএমপির আরেক কর্মকর্তা জানান, ‘গ্রেপ্তারের সময় আমরা তার কাছ থেকে প্রায় ১৮-২০টি মদের বোতল ও বিয়ার জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভাটারা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা হচ্ছে।’
এরআগে ২০২১ সালে বাসায় মাদক রাখার অভিযোগে র্যাবের হাতে গ্রেফতার হন নাফিস।
বিভি/এইচএস/রিসি
মন্তব্য করুন: