আগামীর বাজেটে কোন ঋণ গ্রহণ করা হবে না : অর্থমন্ত্রী

আগামীতে বাজেটে আর ঋণ নেওয়া লাগবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৩তম সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় অর্থমন্ত্রী বলেন, আগামীর বাজেটে যেন আর ঋণ নিতে না হয় সেভাবে বাজেট প্রনয়ণ করা হবে। বাজেট হবে এমন যেন ঋণের প্রয়োজন না হয়, আমরা আগামীতে আর ঋণ নেব না এটাই লক্ষ্য। আগামী বাজেট হবে জনবান্ধব এমনটি উল্লেক করে অর্থমন্ত্রী বলেন, ২০৪১ সালের স্বপ্নের সিঁড়িতে আছি। আসন্ন বাজেট হবে জনবান্ধব, এ বাজেটটি হবে জনগণের সুবিধার্থে।
মুস্তফা কামাল বলেন, সারা বিশ্ব একটা খারাপ অবস্থার মধ্যে, তারমধ্যেও আমরা আশা-প্রত্যাশা ধরে রেখেছি। এই বছর সারা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৯ শতাংশ। এর আগের বছর ছিল ৩ দশমিক ৪ শতাংশ।
বিভি/ এসআই
মন্তব্য করুন: