ঈদে মেট্রোরেলের সূচীতে পরিবর্তন

ছবি: সংগৃহীত
ঈদ উপলক্ষে মেট্রোরেল চলাচলে সময়সূচীতে পরিবর্তন এনেছে মোট্রোরেল কর্তৃপক্ষ। রবিবার (১৬ এপ্রিল) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০ এপ্রিল থেকে ঈদের সরকারি ছুটি উপলক্ষে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।
এই সময়ে উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশনে ট্রেন থামবে।একইভাবে বিপরীত দিক থেকেও ২০ মিনিট পর পর ট্রেন চলবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঈদের পর দিন থেকে পূর্বের ন্যায় যথারীতি প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে ১০ মিনিট পর পর। যথারীতি মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকবে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: