• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কুমিল্লায় দুই ট্রেনের সংঘর্ষ যেভাবে

প্রকাশিত: ০০:০৩, ১৭ এপ্রিল ২০২৩

আপডেট: ০০:২৩, ১৭ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
কুমিল্লায় দুই ট্রেনের সংঘর্ষ যেভাবে

ক্ষেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাইনচ্যুত ট্রেনের বগি

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পেছনে যাত্রীবাহী ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ধাক্কা দিলে সাতটি বগি লাইনচ্যুত হয়ে একটি ক্ষেত্রে পড়ে যায়। এতে যাত্রীবাহী ট্রেনের শতাধিক যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ প্রায় ৮০ কিলোমিটার গতিতে চলছিলো বলে জানা গেছে। এতে সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি এবং মালবাহী ট্রেনের ২টি বগিসহ মোট সাতটি লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে পড়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে  অন্তত ২০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে দেশের সকল ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে প্রায় আড়াই ঘণ্টাপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন চৌধুরী জানান, আহতদের বেশ কয়েকজনকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

রেল সংশ্লিষ্টরা জানান, স্টেশন থেকে সিগনাল সঠিকভাবে না দেওয়ায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। যে লাইনে মালগাড়িটি ছিল। সে লাইনেই যাত্রীবাহী ট্রেনটি কীভাবে ঢুকলো? স্টেশন কর্তৃপক্ষের গাফলতি এমন দুর্ঘটনার জন্য দায়ী।

জানা গেছে, লাকসাম ও কুমিল্লা থেকে রাতে রেল কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। চট্টগ্রাম থেকেই একটি দলও ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে সোনার বাংলা ট্রেনটি হাসানপুর স্টেশনে থেমে থাকা কনটেইনার মেইল ট্রেনকে ধাক্কা দেয়। এতে মালবাহী ট্রেন ও যাত্রীবাহী লাইনচ্যুত হয়েছে। ৫টি বগি ক্ষেতে পড়ে যায়। এসময় আহত যাত্রীদের কান্না শুনতে পাওয়া গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। এসময় কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিলো। 

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহেবুব গণমাধ্যমকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে রেলস্টেশনে এসেছি। দুর্ঘটনায় যাত্রীবাহী সোনার বাংলা ট্রেনের অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ঢালুয়ার একটি ফার্মেসিতে প্রায় ২০ জন যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত অন্যদের উদ্ধার করে লাকসাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।’

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2