• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পোস্টারে জাহাঙ্গীরের ছবি থাকায় স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশিত: ০০:৩১, ১২ মে ২০২৩

আপডেট: ০০:৩২, ১২ মে ২০২৩

ফন্ট সাইজ
পোস্টারে জাহাঙ্গীরের ছবি থাকায় স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনকে কারণ দর্শানোর নোটিশ

ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুনের পোস্টারে নিজের সঙ্গে ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীরের ছবি ব্যবহার করায় কারণ দর্শাতে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১১ মে) রাত ১০টায় গাজীপুর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানে বলেছে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষে মেয়র পদে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে আপনি জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীক বরাদ্দ পাওয়ার পর পর নিজ ছবির সাথে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নাম ও ছবি পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিলে ব্যবহার করছেন, যা সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ অনুসারে বিধি ৮(৫) লঙ্ঘন করেছেন।’

সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ৮(৫) উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নির্বাচনি প্রচারণায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজ ছবি ও প্রতীক ব্যতীত অন্য কাহারো নাম, ছবি বা প্রতীক ছাপাইতে কিংবা ব্যবহার করিতে পারিবেন না। তবে শর্ত থাকে যে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোন রাজনৈতিক দলের মনোনীত হইলে সেই ক্ষেত্রে তিনি কেবল তাহার দলের বর্তমান দলীয় প্রধানের ছবি পোস্টার বা লিফলেট ছাপাইতে পারিবেন।’

আরও বলা হয়, ‘উক্ত বিধিমালার বিধি ৩১ অনুসারে কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে আচরণ বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে উহা একটি অপরাধ বলে গণ্য হবে।’

এই অপরাধের শাস্তি হিসেবে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি অনধিক ৬ মাস কারাদণ্ড অথবা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এমনকি বিধি ৩২ অনুসারে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রাখে। 

নির্বাচনী আইন মোতাবেক স্বতন্ত্রপ্রার্থী জায়েদা খাতুনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর কারণ দর্শানোর জন্য অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2