• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জাহাঙ্গীর ও তার মায়ের উপর হামলা, মামলার প্রস্তুতি

প্রকাশিত: ২২:৫৫, ১৮ মে ২০২৩

ফন্ট সাইজ
জাহাঙ্গীর ও তার মায়ের উপর হামলা, মামলার প্রস্তুতি

ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের প্রচারের সময় হামলা ও তাকে বহন করা গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলায় প্রার্থী জায়েদা খাতুন, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ বেশ ক’জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানার ৪৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোপালপুরে এই ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের উভয়কে হত্যার উদ্দেশ্যে টঙ্গীর গোপালপুর এলাকায় রবিউল, পাইলট ও খান সুমনসহ  বেশ ক’জন সন্ত্রাসীঅতর্কিত হামলা চালায়। স্থানীয় সাংবাদিকরা হামলার দৃশ্য ভিডিও ধারন করলে তাদের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। 

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2