• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আদালত পরিবর্তন চেয়ে করা জাপানি ২ শিশুর বাবার আবেদন হাইকোর্টে খারিজ

প্রকাশিত: ১৩:২৩, ১২ জুন ২০২৩

আপডেট: ১৬:১৮, ১২ জুন ২০২৩

ফন্ট সাইজ
আদালত পরিবর্তন চেয়ে করা জাপানি ২ শিশুর বাবার আবেদন হাইকোর্টে খারিজ

ছবি: সংগৃহীত

জাপানি দুই শিশু কার জিম্মায় থাকবে এ সংক্রান্ত আপিল শুনানিতে বিচারকের প্রতি আস্থাহীনতায় আদালত পরিবর্তন চেয়ে বাবা ইমরান শরীফ আবেদন করেন। সোমবার (১২ জুন) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

শুনানিতে ইমরান শরীফের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নাসিমা আক্তার লাভলী। অপরদিকে জাপানি মায়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অ্যাডভোকেট নাসিমা আক্তার লাভলী গণমাধ্যমকে জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করবেন তারা।

এর আগে একই ধরনের আবেদন করার পরিপ্রেক্ষিতে শুনানিতে উঠলে বিষয়টি সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকা (কজলিস্ট) থেকে বাদ দেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১ জুন) হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ইমরান শরীফের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামাল হোসেন। মায়েরপক্ষে ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2