সাংবাদিক নাদিম হত্যার বিচার নিয়ে যা বললেন আইনমন্ত্রী

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার গুরুত্ব দিয়ে দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, তদন্ত শেষ করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার বিচার করা হবে।
রবিবার (১৮ জুন) বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সদ্য পদায়নরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের রিফ্রেশমেন্ট কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিক গোলাম রাব্বানীর হত্যার বিষয়টি দুঃখজনক মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের মামলার সুষ্ঠু বিচারে সর্বোচ্চ নজর রাখা হবে। এ সময় তিনি অতীতের যত সাংবাদিককে হত্যা করা হয়েছে সেসব মামলাও দ্রুত শেষ করার আশ্বাস দেন।
বিভি/টিটি
মন্তব্য করুন: