• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

১৯ জুন থেকে শুরু হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

প্রকাশিত: ২০:১৩, ১৮ জুন ২০২৩

আপডেট: ২০:২১, ১৮ জুন ২০২৩

ফন্ট সাইজ
১৯ জুন থেকে শুরু হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

আগামীকাল (১৯ জুন) সোমবার থেকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হচ্ছে। তিন দিনের এই জাতীয় বিজ্ঞান উৎসবে সারাদেশ থেকে অংশ নিচ্ছে প্রায় ৭০০ জন প্রতিযোগী। 

উৎসবে তারা তুলে ধরবেন নিজেদের সেরা উদ্ভাবন। এসব উদ্ভাবন নিয়েই হতে যাচ্ছে ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা। মেলা উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে স্থাপন করা হচ্ছে ১৫৫টি স্টল। মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর।

মুনীর বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির জগতে বৈপ্লবিক পরিবর্তন আনবে এ বিজ্ঞান মেলা। বিশেষ করে তরুণ সমাজকে জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ এবং তাদের উদ্ভাবনী ক্ষমতাকে বিকশিত করার অপূর্ব সুযোগ এ মেলা। তরুণ সমাজকে অশ্লীলতা, মাদকাসক্তি, মোবাইল আসক্তিসহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে ফিরিয়ে এনে বিজ্ঞান চর্চায় মগ্ন রাখলে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রযুক্তির উৎকর্ষতা দিয়ে খাদ্যে ও ঔষধে ভেজাল, পরিবেশ দূষণ, নৌ ও সড়ক দূর্ঘটনা এবং অগ্নিকাণ্ড ইত্যাদি নানা সমস্যার সমাধান সম্ভব।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে এর আগে ৪৯৩টি উপজেলায় এবং পরবর্তীতে ৬৪টি জেলায় স্থানীয় পর্যায়ে উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠত হয়েছে বিজ্ঞান প্রতিযোগিতা। উপজেলা, জেলা এবং সর্বশেষ বিভাগ পর্যায়ে বিজয়ীরা ৪৪তম জাতীয় বিজ্ঞান সপ্তাহের কেন্দ্রীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এ প্রতিযোগিতার সবচেয়ে বড় আকর্ষণ তরুণ বিজ্ঞনীদের নানা সৃজনশীল বৈজ্ঞানিক প্রকল্প বা মডেল উপস্থাপন। এর মধ্যে থাকছে অগ্নি নির্বাপণ, স্মার্ট কৃষি, সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, পরিবেশ দূষণরোধ, জলবায়ু পরিবর্তন, রোবটিক্স, সবুজ নগরায়ন, চিকিৎসা ব্যবস্থাসহ অসংখ্য মডেল। ২১জুন ২০২৩ পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2