• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিশ্বকাপের সূচি ঘোষণা, ৭ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ

প্রকাশিত: ১৫:১২, ২৭ জুন ২০২৩

আপডেট: ১৫:১৪, ২৭ জুন ২০২৩

ফন্ট সাইজ
বিশ্বকাপের সূচি ঘোষণা, ৭ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ

আগামী ৫ অক্টোবর আহমাদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে ২০২৩ সালের বিশ্বকাপ । ইতিমধ্যে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে। এবারের বিশ্বকাপের ম্যাচগুলো আলাদা ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, ৪৬ দিনের টুর্নামেন্টে খেলা হবে মোট ৪৮টি ম্যাচ। এএনআইয়ের রিপোর্ট বলছে, আহমাদাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধরমশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লাখনৌ, মুম্বাই, পুনে ও তিরুবনন্তপুরমে খেলা হবে বিশ্বকাপের ম্যাচগুলো।

২০২৩ বিশ্বকাপে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সরাসরি খেলবে। কোয়ালিফায়ার টুর্নামেন্ট থেকে ২ দল মূলপর্বে খেলার সুযোগ পাবে। 

প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড মুখোমুখি হবে রানার্সআপ নিউ জিল্যান্ডের। স্বাগতিক ভারত ৮ অক্টোবর চেন্নাইয়ে প্রথম ম্যাচ খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৫ অক্টোবর আহমাদাবাদে হচ্ছে ভারত-পাকিস্তানের লড়াই।

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৭ অক্টোবর, ধর্মশালায় প্রতিপক্ষ আফগানিস্তান। একই ভেন্যুতে ১০ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2