• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নদীকৃত্য দিবসে রাজশাহীকে মরুকরণ থেকে বাঁচানোর দাবি

প্রকাশিত: ১৩:৪৯, ১৪ মার্চ ২০২২

ফন্ট সাইজ
নদীকৃত্য দিবসে রাজশাহীকে মরুকরণ থেকে বাঁচানোর দাবি

রাজশাহীকে মরুকরণের হাত থেকে বাঁচাতে অবিলম্বে উত্তরা রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন পরিবেশবাদী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। 

সোমবার (১৪ মার্চ) আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে বিভাগীয় শহর রাজশাহীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি তোলা হয়।  বেলা ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তরা বলেন, রাজশাহীকে মরুকরণের হাত থেকে বাঁচাতে অবিলম্বে উত্তরা রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন করতে হবে। তা না হলে  এই অঞ্চলের কৃষি হুমকীর মুখে পড়বে। রাজশাহীর পদ্মানদীকে ক্যাপিটাল ড্রেজিং করে পরিবেশ বাঁচাতে হবে। তবেই  এ অঞ্চলের কৃষি, কৃষক ও মানুষ বাঁচবে। 

মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।  

বিভি/পিসিএ/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2