• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মাথা ছাড়াই সপ্তাহখানেক বাঁচতে পারে তেলাপোকা!

প্রকাশিত: ০৮:৫৪, ৬ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
মাথা ছাড়াই সপ্তাহখানেক বাঁচতে পারে তেলাপোকা!

মাথা কেটে নিলে যে কোনও প্রাণির মৃত্যু হয়। কিন্তু বিশ্বে এমন একটি প্রাণী রয়েছে যার মাথা কেটে নিলেও সে ১ সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। সেটি অপরিচিত কোনো প্রাণী নয়, আমাদের আসপাশেই বসবাসকারী প্রাণী তেলাপোকা। 

তেলাপোকা এমন এক প্রাণী যার মাথা কেটে নিলেও সে আরও প্রায় ১ সপ্তাহ পর্যন্ত জীবিত থাকতে পারে। এর একটি প্রধান কারণ হল এদের শরীর বিশেষভাবে তৈরি। সারা শরীর জুড়ে রয়েছে প্রচুর ছিদ্র। যা দিয়ে এরা শ্বাস প্রশ্বাসের কাজ চালিয়ে যেতে পারে।

এখন প্রশ্ন উঠতেই পারে যে সেক্ষেত্রে তেলাপোকা এক সপ্তাহ পর্যন্তইবা বাঁচবে কেন? আরও বেশি দিনওতো বাঁচতে পারে! সেটা না পারার একটাই কারণ। এদের দেহ থেকে মাথা আলাদা হয়ে যাওয়ার পর এরা পানির জন্য ছটফট করতে থাকে। কিন্তু মাথা না থাকায় পানি পান করতে পারে না। অথচ তাদের শরীর পানি চাইছে। পানির অভাব সহ্য করে যতটা সময় তারা বেঁচে থাকতে পারে ততটাই তারা বাঁচে। অবশেষে পানিশূন্যতায় প্রাণ যায় তাদের।

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2